শিক্ষাব্যবস্থায় উড-এর দলিলের গুরুত্ব

প্রশ্ন 6 : উড-এর দলিলের গুরুত্ব: অনেক ত্রুটি থাকা সত্ত্বেও সেই সময়কার শিক্ষাব্যবস্থায় উড-এর দলিল যে এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল সে সম্পর্কে কোনো প্রশ্ন ওঠে না । কারণগুলি হল—

(1) দলিলটি সর্বস্তরের শিক্ষাব্যবস্থাকে স্পর্শ করেছিল । শিক্ষার সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত এই দলিলটির দৃষ্টি প্রসারিত হয়েছিল । সেই সময়কার শিক্ষার বিতর্কমূলক দিকের সমাধান এই দলিলটির মধ্যে হয়েছিল ।

(2) ‘চুঁইয়ে পড়া নীতি’- কে বাতিল করে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার প্রসার পরোক্ষভাবে জনশিক্ষা বিস্তারকেই প্রশস্ত করেছিল ।

(3) শিক্ষার মাধ্যম হিসাবে ইংরেজির পাশাপাশি মাতৃভাষাকে স্বীকৃতি দিয়ে কেবল শিক্ষাতত্ত্ব অনুযায়ী কাজ করেনি , দেশবাসীর ক্ষোভকে কিছু পরিমাণে হ্রাস করতে সক্ষম হয়েছিল ।

(4) বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করে উচ্চশিক্ষার বিস্তারকে সম্ভব করেছিল ।

(5) উচ্চশিক্ষা ছাড়াও সরকার বেসরকারি নিম্ন স্তরের শিক্ষাকে আর্থিক সাহায্য দেওয়ায় জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরিত হয়েছিল ।

(6) নারীশিক্ষা , ধর্মনিরপেক্ষ শিক্ষা , বৃত্তিশিক্ষা , মুসলিমদের শিক্ষা , শিক্ষক-শিক্ষণ ব্যবস্থা ইত্যাদির সুপারিশ করে আধুনিক শিক্ষার চাহিদাগুলি বাস্তব রূপদানের প্রচেষ্টাকে প্রশংসাই করা যায় ।

ভারতের শিক্ষায় উড-এর দলিলের প্রভাব: ভারতের শিক্ষাব্যবস্থার উপর উড-এর প্রভাব সম্পর্কে এককথায় বলতে গেলে বলতে হয় , উড-এর দলিল ভারতবর্ষে আধুনিক শিক্ষার ভিত্তিপ্রস্তর স্থাপন করে । দলিলটি প্রকাশ হবার পরে দলিলের সুপারিশ অনুযায়ী কাজ শুরু হয় । উড-এর নির্দেশেই প্রতি প্রদেশে শিক্ষার দপ্তর গঠিত হয় । বর্তমানেও এই দপ্তর রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়ন্ত্রণ করছে । বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে Grant-in-aid প্রথা চালু হয় । ভারতে প্রথম পরীক্ষা গ্রহণকারী এবং উপাধি প্রদানকারী বিদ্যালয় স্থাপিত হয় যা বর্তমানেও চাল আছে । যদিও এর কর্মপরিধি যথেষ্ট বিস্তার লাভ করেছে । ধর্মনিরপেক্ষ শিক্ষা সম্পর্কে উড-এর সুপারিশ ভারতের পক্ষে অত্যন্ত মঙ্গলজনক হয়েছিল , যার ধারা আজও অব্যাহত ।

ডেসপ্যাচে এমন কিছু সুপারিশ ছিল যার ফলে শিক্ষার ক্ষেত্রে কিছু অসম্পূর্ণতা সৃষ্টি হয় , যার থেকে আজও আমরা মুক্ত হতে পারিনি । যেমন—পরীক্ষার প্রতি অতিরিক্ত গুরুত্ব আরো করার ফলে আজও আমাদের পঠনপাঠন পরীক্ষাকেন্দ্রিক । দলিলে বৃত্তিশিক্ষা উল্লেখিত হলে বাস্তবক্ষেত্রে সাধারণ শিক্ষার প্রতি অধিক গুরুত্ব আরোপ করা হয় । যার ফলে আমাদের দেশে বৃত্তিশিক্ষা অবহেলিত হয়েছে ।

সর্বশেষে বলা যায় , উড-এর দলিল আমাদের দেশের শিক্ষাব্যবস্থার উপর কোনো কোনো ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেললেও ইতিবাচক প্রভাবের দিকটাই বেশি ।

Related posts:

বিশ্বখ্যাত বিজ্ঞানীদের জীবন কথা
পশ্চিমবঙ্গের বর্তমান গুরুত্বপূর্ণ পদাধিকারী : 2024
চন্দ্রযান-3 : চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ ভারত
GENERAL STUDIES : TEST-2
GENERAL STUDIES : 1
কারেন্ট অ্যাফেয়ার্স: 8ই সেপ্টেম্বর
'জ্ঞানচক্ষু' গল্পের নামকরণের সার্থকতা বিচার করো।
তপনের জীবনে তার ছোটো মাসির অবদান আলোচনা করো।
সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ বলতে কী বোঝ ?
আলোকরশ্মিগুচ্ছ বলতে কী বোঝায় ? এটি কয়প্রকার ও কী কী ?
একটি সাদা কাগজকে কীভাবে তুমি অস্বচ্ছ অথবা ঈষৎ স্বচ্ছ মাধ্যমে পরিণত করবে ?
ঈষৎ স্বচ্ছ মাধ্যম কাকে বলে ? উদাহরণ দাও ।
অস্বচ্ছ মাধ্যম কাকে বলে ? উদাহরণ দাও ।
স্বচ্ছ মাধ্যম কাকে বলে ? উদাহরণ দাও ।
অপ্রভ বস্তুও কি আলোর উৎস হিসেবে কাজ করতে পারে?
বিন্দু আলোক - উৎস কীভাবে পাওয়া যেতে পারে ?
বিন্দু আলোক - উৎস ও বিস্তৃত আলোক - উৎস কী ?
অপ্রভ বস্তু কাকে বলে ? উদাহরণ দাও ।
স্বপ্নভ বস্তু কাকে বলে ? উদাহরণ দাও ।
দিনেরবেলা আমরা ঘরের ভিতর সবকিছু দেখতে পাই , কিন্তু রাত্রিবেলা আলোর অনুপস্থিতিতে কোনো জিনিসই দেখতে পা...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page