উত্তর :- শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ । পূর্বে শিক্ষণ প্রক্রিয়াকে দ্বিমুখী প্রক্রিয়া ( শিক্ষক শিক্ষার্থী ) বলে বিবেচনা করা হত । আধুনিক শিক্ষাবিজ্ঞানে শিক্ষণ প্রক্রিয়াকে বহুমুখী বলে উল্লেখ করা হয় । শিক্ষক , শিক্ষার্থী , পাঠক্রম , শিক্ষণ কৌশল ইত্যাদি সবই শিক্ষণ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত । দ্বিমুখী বা বহুমুখী যাই হোক না কেন শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষকের ভূমিকা সর্বক্ষেত্রেই বিশেষ গুরুত্বপূর্ণ । শিক্ষক শিক্ষণ প্রক্রিয়ায় নেতৃত্ব দেন । শিক্ষকের দক্ষতার উপরেই শিখন প্রক্রিয়ার সফলতা নির্ভর করে । শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষকের ভূমিকা প্রধানত তিনটি — শিখন সহায়ক ( Facilitator ) , সংযোগকারী ( Communicator ) এবং মাধ্যম ( Mediator ) ।