শােনার ক্ষেত্রে সমস্যা ও সমাধানের উপায়

■ শােনার ক্ষেত্রে সমস্যা ও সমাধানের উপায় :

মূলত বলার আগে শােনা জরুরি । কারণ নির্ভুলভাবে শােনার উপর সঠিকভাবে ভাষা বলতে শেখা নির্ভর করে । শিক্ষার্থীরা যদি শিক্ষকের শিক্ষণ কার্যক্রম , আলােচনা প্রভৃতি সঠিকভাবে শুনতে না পায় তবে তার পক্ষে কোনাে আলােচনায় অংশগ্রহণ করা সম্ভব হয় না । তাই শিক্ষার্থীরা যাতে শিক্ষকের সমস্ত কার্যাবলি শুনতে পায় সেদিকে দৃষ্টি দিতে হবে । তবে শােনার ক্ষেত্রেও শিক্ষার্থীদের কয়েকটি সমস্যা দেখা দিতে পারে । নিচে সেগুলি আলােচনা করা হল –

( ১ ) সচেতনতার অভাব :

শিক্ষার্থীরা সচেতন না হলে শোনায় বাধা সৃষ্টি হতে বাধ্য । তাই তারা পঠনপাঠনের সময় যাতে সচেতন থাকে সেদিকে নজর দেওয়া জরুরি ।


( ২ ) ধৈর্যের অভাব :

কোনাে কিছু নতুন শিখতে হলে , জানতে হলে , ধৈর্য সহকারে শিক্ষকের কথা শুনতে হয় । ধৈর্যচ্যুতি ঘটলে মনোযােগের অভাব ঘটবে । তাই শিক্ষকের কথা ঠিকমতাে শুনতে পাওয়া যাবে না ।


( ৩ ) উচ্চারণের ত্রুটি :

শিক্ষকের উচ্চারণ স্পষ্ট না হলে শিক্ষার্থীরা তা অনুধাবন করতে পারবে না । তাই শিক্ষকের উচ্চারণ যথাযথ ও স্পষ্ট হওয়া উচিৎ ।


( ৪ ) নীরস পাঠ পরিবেশন :

শিক্ষকের পঠনপাঠন যদি সাবলীল , সহজ , সরস না হয় , তা হলে শিক্ষার্থীদের মনােযােগ শিক্ষকের প্রতি আকৃষ্ট হয় না । অপরপক্ষে শিক্ষকের পূর্বপ্রস্তুতি না থাকলে সরস , সহজ ও সাবলীল পাঠ দেওয়া সম্ভব নয় ।


( ৫ ) মানসিক অস্থিরতা :

শিক্ষক কোনাে কারণে মানসিকভাবে সুস্থির না থাকলে , তাঁর শিক্ষণ ক্রিয়ায় বিঘ্ন ঘটবেই । বারবার তিনি অন্যমনস্ক হয়ে পড়বেন ও শিক্ষণকার্যে স্বতঃস্ফূর্ততা আসবে না । এক্ষেত্রে শিক্ষার্থীরা অসুবিধায় পড়বে সবচেয়ে । বেশি । তারা ঠিকমতাে ব্যাপারটাকে অনুধাবন করতে পারবে না ।


( ৬ ) আকর্ষণধর্মিতার অভাব :

শিক্ষকের শিক্ষণে যদি শিক্ষার্থীরা আকৃষ্ট না হয় তবে তারা বিষয়বস্তু শুনতে আগ্রহ বােধ করবে না। ক্রমশ অমনােযােগী হয়ে পড়বে । তাই শিক্ষকের উচিত নানা রকমের শিক্ষামূলক উপকরণ সংগ্রহ করে বিষয়বস্তু ছাত্রদের কাছে উপস্থাপিত করা ।


( ৭ ) সঠিকভাবে শােনার অভ্যাস গড়ে তােলা :

শিক্ষকের কাজ হল শিক্ষার্থীদের মধ্যে সঠিকভাবে শােনার অভ্যাস গড়ে তােলা । কোনাে আলােচনায় অংশগ্রহণ করিয়ে , বিতর্কসভায় বসিয়ে , কবিতা , ছড়া আবৃত্তির আসরে অংশগ্রহণ করিয়ে ছাত্রদের সঠিক শােনার অভ্যাস গড়ে তােলা সম্ভব ।


( ৮ ) শিক্ষকের অকারণ ক্রোধপ্রকাশ :

কোনাে কারণে শিক্ষক কোনাে শিক্ষার্থীর উপর অসন্তুষ্ট হলে তার রাগের উদ্রেক হয় । ওই অবস্থায় বিষয় পরিবেশন যথাযথ হয় না , শিক্ষার্থীরা শিক্ষকের বক্তব্য হৃদয়ংগম করতে পারে না । এতে শিক্ষার্থীরাই বিড়ম্বিত হয় । এ ব্যাপারে সাবধান থাকা জরুরি ।

( ৯ ) শিক্ষকের অস্বস্তি বােধ :

কোনাে কারণে শিক্ষক যদি কোনাে শিক্ষার্থীর জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর না দিতে পারেন , তখন তিনি অস্বস্তি বােধ করেন । তাঁকে এই অস্বস্তি বােধ কাটিয়ে পরে এই প্রশ্নের উত্তর দেওয়া হবে , এই বলে ছাত্রদের আশ্বস্ত করতে হবে ।

Related posts:

তোত্তে- চানের আডভেঞ্চার - তেৎসুকো কুরোয়ানাগি
লিঙ্গ : পুংলিঙ্গ , স্ত্রীলিঙ্গ এবং ক্লীবলিঙ্গ ।
ভাষা শিক্ষণের নৈপুণ্যতা
আদর্শ বলা / আদর্শ কথন
স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির সঠিক উচ্চারণ
যুক্তবর্ণের উচ্চারণ : উষ্ট্র , রাষ্ট্র , ট্রেন , চিত্ত , বিত্ত , মত্ত , যুক্ত , রক্ত , শক্ত, যত্ন , ...
যুক্তবর্ণের উচ্চারণ : দ্বন্দ্ব , বিদ্বান , বিদ্বেষ , বদ্ধ , উদ্ধার
অনুলিখন vs শ্রুতিলিখন
কীভাবে শ্রুতিলিখন শ্রেণিকক্ষে শেখানাে যায় ?
বলা , পড়া ও লেখার ক্ষেত্রে যতিচিহ্নের যথাযথ ব্যবহার রীতি
বাংলা ব্যাকরণের কিছু প্রশ্নোত্তর
বলা , পড়া ও লেখার ক্ষেত্রে যতিচিহ্নের যথাযথ ব্যবহার রীতি
কীভাবে শ্রুতিলিখন শ্রেণিকক্ষে শেখানাে যায় ?
অনুলিখন vs শ্রুতিলিখন
কীভাবে হাতের লেখা শেখানাে হবে
ভালাে হস্তাক্ষরের বৈশিষ্ট্য
হাতের লেখা অনুশীলনের উদ্দেশ্য
স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির সঠিক উচ্চারণ
ভালাে কথাবার্তা শেখানাের কৌশল
আদর্শ বলা / আদর্শ কথন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page