লিঙ্গ বৈষম্যের ভারসাম্য বজায় রাখার জন্য হংস মেহেতা কমিটি প্রাথমিক স্তরে কী ধরনের পাঠক্রমের কথা বলেছেন ?

উত্তর : এই স্তরে ছেলে ও মেয়েদের পাঠক্রমে অবশ্যই কোনো প্রভেদ থাকবে না । ছেলেদের পড়ার বিষয় বা মেয়েদের পড়ার বিষয়—এই ধরনের ধারণাগুলি সামাজিক অনুবর্তনের দ্বারা গঠিত হয় । অতএব কমিটি প্রস্তাব রাখে যে , এই সময় ছেলে ও মেয়ে উভয়কেই সহজ সেলাই , হাতের কাজ , সংগীত , নৃত্য ইত্যাদি শেখানো উচিত , যাতে নারী পুরুষের প্রভেদ সংক্রান্ত ধারণাগুলি সহজে গড়ে উঠতে না পারে । এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষিকা আরও বেশি সংখ্যায় নিয়োগ করতে হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page