উত্তর : জাতির মতো রাষ্ট্রের একাধিক সংজ্ঞা আছে যার মধ্যে বহুল প্রচলিত দুটি সংজ্ঞা উল্লেখ করা হল ।
সমাজবিদ ম্যাকাইভার (Maciver)-এর মতে—রাষ্ট্র হল একটি প্রতিষ্ঠান যা বলপ্রয়োগের ক্ষমতার অধিকারী সরকার কর্তৃক প্রণীত আইনের মাধ্যমে নির্দিষ্ট কোনো ভূখণ্ডে অববস্থিত সমাজে সামাজিক শৃঙ্খলার সর্বজনীন বাহ্যিক অবস্থা বজায় রাখতে সচেষ্ট হয় ।
ল্যাস্কি (H Laski)-র মতে , রাষ্ট্র হল এমন একটি ভূখন্ড সমন্বিত সমাজ যা সরকার এবং প্রজায় বিভক্ত এবং সেখানে সমাজ বা সরকার তার নির্দিষ্ট সীমারেখার মধ্যে অন্যান্য প্রতিষ্ঠানের উপর আধিপত্য বিস্তার করে ।