উত্তর : গিলক্রিস্ট ( Gilchrist ) – এর মতে , রাজনৈতিক দল হল একই ধরনের মতাদর্শে বিশ্বাসী নাগরিকদের একটি সংগঠিত অংশ।
সুৎজ ( Schultz ) – এর মতে , রাজনৈতিক দল হল অনেক ব্যক্তি বা বিশেষ স্বার্থগোষ্ঠীর সুসংহত এবং অপেক্ষাকৃত স্থায়ী সংগঠন , যার লক্ষ্য হল নিজের সদস্যদের সরকারি ক্ষমতার অধিকারী হয়ে প্রত্যাশিত লক্ষ্য অনুসরণ এবং তা পূরণ করা ।