উত্তর :- সাধারণভাবে পরিবার বলতে বোঝায় এমন একটি সামাজিক একককে যার সদস্যদের মধ্যে রক্তের সম্পর্ক বর্তমান । ম্যাকাইভার ( MacIver ) – এর মতে , পরিবার হল একটি গোষ্ঠী যা যৌন সম্পর্কের ভিত্তিতে গঠিত এবং যেখানে শিশু জন্মলাভ করে এবং প্রতিপালিত হয় । আধুনিককালের সমাজতত্ত্ববিদদের মতে , পরিবার হল সমাজ দ্বারা স্বীকৃত এমন একটি প্রতিষ্ঠান যা স্ত্রী – পুরুষের বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে গঠিত হয় । এর সদস্যরা পরস্পরের সঙ্গে বাবা – মা , ভাই – বোন , পুত্র – কন্যা সম্পর্কের দ্বারা আবদ্ধ হয়ে একই বাসস্থানে বসবাস করে ।