প্রশ্ন : মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব বিখ্যাত কেন ?
উত্তর : ১৮৮৯ খ্রিস্টাব্দে ফুটবল খেলার একটি প্রতিষ্ঠান বা ক্লাবরূপে গড়ে ওঠে ‘ মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব ‘ । এই ক্লাব বিখ্যাত , কারণ—
প্রথমত , ১৯১১ খ্রিস্টাব্দে আই . এফ . এ শিশু প্রতিযোগিতায় বুটপরা ইংরেজ খেলোয়াড়দের বিরুদ্ধে মোহনবাগান ক্লাবের খেলোয়াড়রা জয়লাভ করে ।
দ্বিতীয়ত , এই ঘটনা ইংরেজ বিরোধী জাতীয় চেতনা বৃদ্ধি করে সাংস্কৃতিক জাতীয়তাবাদের উদ্ভব ঘটিয়েছিল ।