ভূমিকায়ন ( Roll play ) – এর দুটি সুবিধা ও দুটি অসুবিধাগুলি লিখুন ।

উত্তর :- ভূমিকাভিনয়ের সুবিধা দুটি হল – ( ক ) এর মাধ্যমে শিখন আনন্দদায়ক এবং সবতঃস্ফূর্ত হয় । ( খ ) বিষয়বস্তুর তাৎপর্য সহজেই অনুধাবন করা হয় । ভূমিকাভিনয়ের অসুবিধা হল — একই সঙ্গে সকল শিক্ষার্থীকে সুযোগ দেওয়া সম্ভব নয় । ফলে অন্য শিক্ষার্থীরা নিষ্ক্রিয় দর্শক হয়ে থাকে । দর্শক শিক্ষার্থীদের পরোক্ষভাবে শিখন হলেও তা কখনোই অংশগ্রহণকারীর শিখনের সমতুল্য হয় না ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page