ভিন্ন সক্ষমতাসম্পন্ন শিশু কাদের বলে ?

উত্তর : শিশুর ক্ষমতা (Ability) কোনো দিকে সাধারণ বা গড় থেকে নির্দিষ্ট মাত্রায় কম বা অধিক হলে , তাকে ব্যতিক্রমী বা ভিন্ন সক্ষমতাসম্পন্ন শিশু বলে । মনস্তত্ত্ববিদ বার্বে (Barbe) এক্ষেত্রে সুন্দরভাবে ব্যতিক্রমধর্মী শব্দটি ব্যবহার করেছেন । তাঁর মতে , ব্যতিক্রমধর্মী বলতে সেই সমস্ত শিশুকে বোঝায় যারা সাধারণ বা স্বাভাবিকদের অপেক্ষায় নির্দিষ্ট মাত্রায় ভিন্ন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page