প্রশ্ন : ভারতে সংগঠিত দুটি পরিবেশ আন্দোলনের নাম লেখো ।
উত্তর : ভারতে অনুষ্ঠিত দুটি পরিবেশ আন্দোলন হল—
প্রথমত , ১৯৬০ – এর দশকে উত্তরপ্রদেশের আদিবাসী নারী – পুরুষ , সরলা বেন ও সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে অরণ্য সংরক্ষণ আন্দোলন গড়ে ওঠে যা চিপকো আন্দোলন নামে পরিচিত ।
দ্বিতীয়ত , উত্তরাখণ্ডের গাড়োয়াল জেলায় ভাগীরথী ও ভীলাঙ্গনা নদীর সংযোগস্থলে অবস্থিত তেহেরি শহরকে জনমুক্ত করে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয় । সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে এর বিরুদ্ধে পরিবেশ রক্ষার যে আন্দোলন গড়ে ওঠে তা ‘ তেহেরি গাড়োয়াল আন্দোলন ‘ ( ১৯৬০-২০০৪ খ্রিস্টাব্দ ) নামে পরিচিত ।