ভারতে কীভাবে হকি খেলার সূচনা হয় ?

প্রশ্ন : ভারতে কীভাবে হকি খেলার সূচনা হয় ?

উত্তর : ভারতে মূলত ইংরেজ সৈন্যবাহিনীর হাত ধরেই হকি খেলার প্রসার ঘটে এবং কলকাতায় ভারতের প্রথম হকি ক্লাব প্রতিষ্ঠিত হয় ( ১৮৮৫-৮৬ খ্রিস্টাব্দ ) । বিশ শতবে ১৯২৮ খ্রিস্টাব্দে অলিম্পিক গেমসে ভারত প্রথম অংশগ্রহণ করে এবং শেষ পর্যন্ত ফাইনাল খেলায় হল্যান্ডের কাছে ভারত ৩-০ গোলে পরাজিত হয় । ধ্যানচাদ ছিলেন ভারতের একজন বিখ্যাত হকি খেলোয়াড় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page