ভারতীয় বিচার ব্যবস্থা সম্পর্কে লিখুন

প্রশ্ন : ভারতীয় বিচার ব্যবস্থা সম্পর্কে লিখুন ।

উত্তর : সরকারের একটি অপরিহার্য কাঠামো হল বিচার বিভাগ । গণতান্ত্রিক ব্যবস্থায় বিচার বিভাগ একটি শক্তিশালী স্তম্ভ । বিচার বিভাগ হল ন্যায়নীতির প্রতীক ।

সংজ্ঞা : বিচার বিভাগ হল সরকারের সেই বিভাগ যার প্রধান দায়িত্ব হল , আইন লঙ্ঘনজনিত অভিযোগের বিচার করে শাস্তিপ্রদান । এ ব্যতীত নাগরিক অধিকার সংরক্ষণ , আইন ও সংবিধানের ব্যাখ্যা , জনস্বার্থ বিষয়ক অভিযোগের শুনানি প্রভৃতি কার্য বিচার বিভাগ । সম্পন্ন করে থাকে ।

বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা: বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ । বিচারপতি কেন্ট (Kent) গুরুত্ব সহকারে বলেন যে , ন্যায়নীতির স্তম্ভ যদি ভেঙে পড়ে , তা হবে শেষ পতন । গোখেলও বিচারপতিদের দুর্নীতিমুক্ত এবং ন্যায়পরায়ণতার ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেছেন । গণতন্ত্রের সাফল্যের জন্য প্রয়োজন নিরপেক্ষ , নির্ভীক ও স্বাধীন মনোভাব সম্পন্ন বিচার বিভাগ ।

বিচার বিভাগের স্বাধীনতার শর্ত: নিরপেক্ষ এবং সাহসের সঙ্গে বিচার ব্যবস্থা কার্যকরীকরণে কয়েকটি শর্তের কথা উল্লেখ করা যায় , যেমন—

(1) বিচারপতিদের যোগ্যতা ।

(2) বিচারপতিদের নিয়োগের পদ্ধতি ।

(3) বিচারপতিদের কার্যকালের মেয়াদ ।

(4) আইন ও শাসন – বিভাগের প্রভাব থেকে মুক্তি ।

(5) বিচারপতিদের বেতন ও ভাতা ।

(6) বিচারপতিদের পদচ্যুতির জন্য লিখিত নির্দিষ্ট পদ্ধতি ব্যবহার ।

(7) অবসর গ্রহণের পর আদালতে ওকালতি বন্ধের ব্যবস্থা ।

নিম্নে বিচার বিভাগের কার্যাবলি সংক্ষেপে উল্লেখ করা হল—

(1) আইন লঙ্ঘন ও অপরাধের বিচার ।

(2) আইনের সঠিক ব্যাখ্যা ।

(3) সংবিধানের ব্যাখ্যা ।

(4) কেন্দ্র – রাজ্যের বিরোধ মীমাংসা ।।

(5) আইনের সাংবিধানিকতা বা বৈধতা ।

(6) রাজনৈতিক ব্যবস্থার স্থায়িত্ব রক্ষা ।।

(7) নাগরিক অধিকার সংরক্ষণ ।

(8) পরামর্শদানমূলক ক্ষমতা ।

(9) জনস্বার্থ – বিষয়ক মামলার দায়িত্বগ্রহণ ।

(10) নির্বাচনি বিরোধ মীমাংসা ।

ভারতীয় বিচার ব্যবস্থার শীর্ষে আছে সুপ্রিমকোর্ট , রাজ্যের প্রধান বিচারালয় হাইকোর্ট । প্রতিটি রাজ্যে একটি হাইকোর্ট থাকে । তবে একাধিক রাজ্যের জন্য একটি হাইকোর্টও আছে । সর্বনিম্নে আছে মহাকুমাকোর্ট । রাজ্যের বিচার ব্যবস্থার কাঠামোগত দিক থেকে সর্বনিম্নে অবস্থিত ন্যায় পঞ্চায়েত । আদালত নিজের রায় এবং সিদ্ধান্তের পুনর্বিবেচনা এবং আদালত অবমাননা সংক্রান্ত বিষয়েও ক্ষমতা প্রয়োগ করে ।

Related posts:

বিশ্বখ্যাত বিজ্ঞানীদের জীবন কথা
পশ্চিমবঙ্গের বর্তমান গুরুত্বপূর্ণ পদাধিকারী : 2024
চন্দ্রযান-3 : চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ ভারত
GENERAL STUDIES : TEST-2
GENERAL STUDIES : 1
কারেন্ট অ্যাফেয়ার্স: 8ই সেপ্টেম্বর
'জ্ঞানচক্ষু' গল্পের নামকরণের সার্থকতা বিচার করো।
তপনের জীবনে তার ছোটো মাসির অবদান আলোচনা করো।
সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ বলতে কী বোঝ ?
আলোকরশ্মিগুচ্ছ বলতে কী বোঝায় ? এটি কয়প্রকার ও কী কী ?
একটি সাদা কাগজকে কীভাবে তুমি অস্বচ্ছ অথবা ঈষৎ স্বচ্ছ মাধ্যমে পরিণত করবে ?
ঈষৎ স্বচ্ছ মাধ্যম কাকে বলে ? উদাহরণ দাও ।
অস্বচ্ছ মাধ্যম কাকে বলে ? উদাহরণ দাও ।
স্বচ্ছ মাধ্যম কাকে বলে ? উদাহরণ দাও ।
অপ্রভ বস্তুও কি আলোর উৎস হিসেবে কাজ করতে পারে?
বিন্দু আলোক - উৎস কীভাবে পাওয়া যেতে পারে ?
বিন্দু আলোক - উৎস ও বিস্তৃত আলোক - উৎস কী ?
অপ্রভ বস্তু কাকে বলে ? উদাহরণ দাও ।
স্বপ্নভ বস্তু কাকে বলে ? উদাহরণ দাও ।
দিনেরবেলা আমরা ঘরের ভিতর সবকিছু দেখতে পাই , কিন্তু রাত্রিবেলা আলোর অনুপস্থিতিতে কোনো জিনিসই দেখতে পা...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page