উত্তর : ছয় বছরের বেশি বয়সের কোনো শিশু কোনো বিদ্যালয়ে ভরতি না হয়ে থাকলে অথবা ভরতি হয়ে থাকলেও প্রারম্ভিক শিক্ষা শেষ করতে পারেনি , সেক্ষেত্রে শিশুটির বয়স অনুযায়ী নির্দিষ্ট শ্রেণিতে তাকে ভরতি করতে হবে ।
তবে , বয়সের বিচারে শিশুর যে শ্রেণিতে ভরতি হওয়া উচিত সেই শ্রেণিতে সরাসরি ভরতি হবার পর অন্য পাঠরত শিশুদের সমমানে পৌঁছোনোর জন্য বিধি অনুসারে নির্দিষ্ট সময়সীমার মধ্যে তার বিশেষ প্রশিক্ষণ পাওয়ার অধিকার থাকবে । এ ছাড়া উল্লেখ্য যে , এইভাবে ভরতি হওয়া শিশুটির বিনা ব্যয়ে আবশ্যিক প্রারম্ভিক শিক্ষা শেষ না হওয়া পর্যন্ত পড়াশোনা চালাতে পারবে । তাতে যদি তার বয়স চোদ্দো বছর পেরিয়ে যায় তাহলেও কোনো বাধা হবে না ।