ব্যালার্ড / ম্যাকাইভার – পরিবারের কাজ || সংবাদপত্রের ভূমিকা || চলচ্চিত্রের ভূমিকা || দ্বৈতবাদ || স্কুল || প্রথাগত শিক্ষা || প্রথাগত শিক্ষার উপাদান || অনিয়ন্ত্রিত শিক্ষা

প্রশ্ন 7) : পরিবারের দুটি কাজ লিখুন ।
উত্তর :- পরিবারের সাধারণ কার্যাবলি হল –
1) দৈহিক নিরাপত্তাদান : পরিবারের একটা গুরুত্বপূর্ণ কাজ হল তার সদস্যদের দৈহি নিরাপত্তা দেওয়া । শিশু পৃথিবীতে জন্ম নেওয়ার পর কোনো না কোনো আশ্রয় পায় । পরিবারের বাইরে শিশু অসহায় , দুর্বল ও অক্ষম । পরিবার হল শিশুর অস্তিত্ব রক্ষার নিরাপদ আশ্রয় । সমাজবিজ্ঞানীদের মতে , শিশুর নিরাপত্তার জন্যই পরিবার সৃষ্টি হয়েছে ।

2)জৈবিক চাহিদা নিবারণ :- পরিবারের আর – একটি গুরুত্বপূর্ণ কাজ হল তার সদস্যদের বিভিন্ন জৈবিক চাহিদা পূরণ করা । সদস্যদের সুষম ও পুষ্টিকর খাদ্যের জোগান , বিশ্রাম ও সক্রিয়তার চাহিদাপুরণ এবং যুবক – যুবতিদের বৈবাহিক সম্পর্ক স্থাপনের ব্যাপারে পরিবারের গুরুত্ব অপরিসীম ।

প্রশ্ন 8) : গণশিক্ষার মাধ্যম হিসাবে সংবাদপত্রের ভূমিকা লিখুন ।

উত্তর :- সংবাদপত্র গণ – সংযোগের সবথেকে প্রাচীন ও বহুল প্রচারিত একটি মাধ্যম প্রাত্যহিক ঘটনাবলি প্রকাশ করা ছাড়াও সংবাদপত্র জনমত গঠনে , নতুন মূল্যবোধ সৃষ্টিতে ব্যক্তির চিন্তাশক্তির বিকাশে , শিক্ষার্থীদের ভাষাজ্ঞান বৃদ্ধিতে বিশেষভাবে সাহায্য করে ।

প্রশ্ন 9 : শিক্ষায় চলচ্চিত্রের দুটি ভূমিকা লিখুন ।

উত্তর :- শিক্ষাক্ষেত্রে চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ ভূমিকাগুলি নীচে সংক্ষেপে আলোচনা করা হল –

( 1 ) বাস্তবধর্মী তথ্য পরিবেশন : শিক্ষাধর্মী চলচ্চিত্র বাস্তব সমস্যার উপর ভিত্তি করেই নির্মিত হয় । শিক্ষার্থীরা এই ধরনের চলচ্চিত্র থেকে বিভিন্ন ধরনের বাস্তব ঘটনা সমস্যা ভালোভাবে বুঝতে পারে । জটিল তথ্যও চলচ্চিত্রের আঙ্গিকে অনেক সহজ হয়ে ধরা পড়ে ।

2 ) জ্ঞানবৃদ্ধিতে সহায়তা : চলচ্চিত্রের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর ইন্দ্রিয়গ্রাহ্যতা । বিভিন্ন জ্ঞান ও অভিজ্ঞতার সমন্বয়ে এটি প্রস্তুত হয় । চক্ষু এবং কর্ণ উভয় ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে শিক্ষার্থী যখন কোনো চলচ্চিত্র উপভোগ করে তখন সেই চলচ্চিত্রের বিভিন্ন উপাদান সহজেই তার জ্ঞানের পরিধিকে প্রসারিত করে । বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক চলচ্চিত্র শিক্ষার্থীর মধ্যে নতুন নতুন জ্ঞানের সঞ্চালন করে এবং তাকে কৌতূহলী করে তোলে ।

প্রশ্ন 10) : দ্বৈতবাদ – এর অর্থ কী ?

উত্তর :-মানব প্রকৃতির অর্থকে দুটি দিক থেকে ব্যাখ্যা করা যেতে পারে — অধিবিদ্যা বা Metaphysical এবং বিজ্ঞানভিত্তিক বা Scientific অধিবিদ্যা বা Metaphysical দৃষ্টিভঙ্গি অনুযায়ী মানুষ দুটি উপাদানে সৃষ্ট – দেহ ও মন অস্থিমজ্জা এবং আত্মা — একেই আমরা দ্বৈতবাদ বলি প্রশ্ন 11 : স্কুল – এর অর্থ কী ? উত্তর : বিদ্যালয় যার ইংরেজি প্রতিশব্দ হল School ( লাতিন ভাষা থেকে এসেছে ) , এর অর্থ হল — অবসর সময়ে তাত্ত্বিজ্ঞানের আলোচনা ( A Scholar by discussion।

অধিবিদ্যা বা metaphysical দৃষ্টিভঙ্গি অনুযায়ী মানুষ দুইটি উপাদান সৃষ্টি – দেহ ও মন বা অস্থিমজ্জা এবংআত্মা — একেই আমরা দ্বৈতবাদ বলি ।

প্রশ্ন 11) : স্কুল – এর অর্থ কী ?

উত্তর :- বিদ্যালয় যার ইংরেজি প্রতিশব্দ হল School ( লাতিন ভাষা থেকে এসেছে এর অর্থ হল — অবসর সময়ে তাত্ত্বিকজ্ঞানের আলোচনা ( A Scholar by discussion held in a spare time)। অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থে ‘ স্কুল ‘ হল এমন একটি স্থান যেখানে জ্ঞান অর্জনের সুযোগ আছে

প্রশ্ন 12) : প্রথাগত শিক্ষা কাকে বলে ?

উত্তর : – মানুষের জীবনযাত্রা প্রণালী জটিল হতে থাকায় এই জটিল জীবনযাত্রার সঙ্গে অভিযোজন করার জন্য বয়স্কদের দ্বারা পরিচালিত অপ্রথাগত শিক্ষা যথেষ্ট নয় । এর জন্য প্রয়োজন হল বিশেষ একদল অভিজ্ঞ ব্যক্তি , যারা নির্দিষ্ট স্থানে শিশুদেরকে নিয়ে এসে শিশুদের অভিযোজনের পথ বা কৌশলগুলি শিশুদেরকে অবহিত করাবেন এবং তা অনুশীলনের জন্য উৎসাহদান করবেন । এইভাবে দেখা গেল শিক্ষার জন্য প্রয়োজন হল নির্দিষ্ট ব্যক্তিসকল , নির্দিষ্ট স্থান , শিক্ষার্থী এবং অভিযোজনের কৌশল সকল । এই ধরনের শিক্ষাকেই বলা হয় প্রথাগত শিক্ষা ।

প্রশ্ন 13) : প্রথাগত শিক্ষার উপাদানগুলি কী ?

উত্তর :- প্রথাগত শিক্ষার উপাদানগুলি হল— শিক্ষক ( অভিজ্ঞ ব্যক্তি ) , নির্দিষ্ট স্থান বিদ্যালয় ) , শিক্ষার্থী এবং পাঠক্রম ( অভিযোজনের উপায় সকল ) । তাই বলা হয় বিদ্যালয় বা স্কুল হল শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উপাদান ।

প্রশ্ন 14) : অনিয়ন্ত্রিত শিক্ষা কাকে বলে ?

উত্তর :- সাধারণভাবে বিদ্যালয়ের নিয়ন্ত্রিত পরিবেশের বাইরে কোনোরকম পূর্বনির্ধারিত রীতিনীতি বা অনুষ্ঠান ছাড়াই শিক্ষার্থীরা যে ধরনের শিক্ষালাভ করে , তাকে অনিয়ন্ত্রিত শিক্ষা বলে । অনিয়ন্ত্রিত শিক্ষা একদিকে যেমন নিয়ন্ত্রিত শিক্ষা এবং নিয়মবহির্ভূত শিক্ষার থেকে আলাদা , তেমনি এই শিক্ষা আবার নিয়ন্ত্রিত ও নিয়মবহির্ভূত শিক্ষার পরিপূরকও বটে ।

প্রশ্ন 15) : ম্যাকাইভার – এর মতে পরিবার বলতে কী বোঝায় ?

উত্তর :- সাধারণভাবে পরিবার বলতে বোঝায় এমন একটি সামাজিক একককে যার সদস্যদের মধ্যে রক্তের সম্পর্ক বর্তমান । ম্যাকাইভার ( MacIver ) – এর মতে , পরিবার হল একটি গোষ্ঠী যা যৌন সম্পর্কের ভিত্তিতে গঠিত এবং যেখানে শিশু জন্মলাভ করে এবং প্রতিপালিত হয় । আধুনিককালের সমাজতত্ত্ববিদদের মতে , পরিবার হল সমাজ দ্বারা স্বীকৃত এমন একটি প্রতিষ্ঠান যা স্ত্রী – পুরুষের বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে গঠিত হয় । এর সদস্যরা পরস্পরের সঙ্গে বাবা – মা , ভাই – বোন , পুত্র – কন্যা সম্পর্কের দ্বারা আবদ্ধ হয়ে একই বাসস্থানে বসবাস করে ।

প্রশ্ন 16) : ব্যালার্ড – এর মতে পরিবার কাকে বলে ?

উত্তর :- ব্যালার্ড ( Ballard ) – এর মতে , পরিবারই সমাজের একমাত্র প্রতিষ্ঠান , যার থেকে অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে ( Family is the original social institution from which all other institutions developed . ) । মানবসমাজে এটি হল প্রাচীনতম শিক্ষালয় । অন্য কোনো সামাজিক সংস্থা পরিবারের মতো এমন আন্তরিক হয় না । পরিবারের প্রতিটি সদস্যদের সঙ্গে শিশু গভীর স্নেহের সম্পর্কে জড়িয়ে থাকে ।

প্রশ্ন 17 ): পরিবারের সাধারণ কার্যাবলির নাম উল্লেখ করুন ।

উত্তর । পরিবারের সাধারণ কার্যাবলির নাম হল —– ( 1 ) দৈহিক নিরাপত্তাদান , ( 2 ) জৈবিক চাহিদা নিবারণ ( 3 ) সামাজিকীকরণে সহায়তা , ( 4 ) উৎপাদনশীল কার্যে সহায়তা , ( 5 ) সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও বণ্টন ও ( 6 ) অন্তরঙ্গতা বজায় রাখা ।

Related posts:

বিশ্বখ্যাত বিজ্ঞানীদের জীবন কথা
পশ্চিমবঙ্গের বর্তমান গুরুত্বপূর্ণ পদাধিকারী : 2024
চন্দ্রযান-3 : চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ ভারত
GENERAL STUDIES : TEST-2
GENERAL STUDIES : 1
কারেন্ট অ্যাফেয়ার্স: 8ই সেপ্টেম্বর
'জ্ঞানচক্ষু' গল্পের নামকরণের সার্থকতা বিচার করো।
তপনের জীবনে তার ছোটো মাসির অবদান আলোচনা করো।
সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ বলতে কী বোঝ ?
আলোকরশ্মিগুচ্ছ বলতে কী বোঝায় ? এটি কয়প্রকার ও কী কী ?
একটি সাদা কাগজকে কীভাবে তুমি অস্বচ্ছ অথবা ঈষৎ স্বচ্ছ মাধ্যমে পরিণত করবে ?
ঈষৎ স্বচ্ছ মাধ্যম কাকে বলে ? উদাহরণ দাও ।
অস্বচ্ছ মাধ্যম কাকে বলে ? উদাহরণ দাও ।
স্বচ্ছ মাধ্যম কাকে বলে ? উদাহরণ দাও ।
অপ্রভ বস্তুও কি আলোর উৎস হিসেবে কাজ করতে পারে?
বিন্দু আলোক - উৎস কীভাবে পাওয়া যেতে পারে ?
বিন্দু আলোক - উৎস ও বিস্তৃত আলোক - উৎস কী ?
অপ্রভ বস্তু কাকে বলে ? উদাহরণ দাও ।
স্বপ্নভ বস্তু কাকে বলে ? উদাহরণ দাও ।
দিনেরবেলা আমরা ঘরের ভিতর সবকিছু দেখতে পাই , কিন্তু রাত্রিবেলা আলোর অনুপস্থিতিতে কোনো জিনিসই দেখতে পা...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page