উত্তর :- বিদ্যালয়ে ইতিবাচক সংস্কৃতি বলতে বোঝায় সেই ধরনের সংস্কৃতি যা একদিকে যেমন শিক্ষকদের পেশাগত সন্তুষ্টি , একাত্মবোধ এবং বিদ্যালয়ের কার্যকারিতার ( School Effectiveness ) পক্ষে অনুকুল অন্যদিকে তেমনি শিক্ষার্থীদের শিখন এবং প্রত্যাশাপুরণ পূরণের পক্ষে সহায়ক ।