প্রশ্ন : বিজ্ঞান-প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস বলতে কী বোঝায় ?
উত্তর : বিজ্ঞান ও বৈজ্ঞানিক জ্ঞানের বিকাশ ও বিবর্তন , প্রযুক্তির উদ্ভব ও তার অগ্রগতি এবং চিকিৎসাবিদ্যার বিবর্তন সম্পর্কিত ইতিহাসচর্চা বিজ্ঞান – প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস নামে পরিচিত । এই ইতিহাসের মূল কথা হল—
প্রথমত , বিজ্ঞান – প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যা কীভাবে মানবসমাজ ও সংস্কৃতিকে প্রভাবিত করেছে তার অগ্রগতির পরিমাপ করা ।
দ্বিতীয়ত , আদিম সভ্যতা থেকে আধুনিক যন্ত্রসভ্যতার উত্তরণই হল এই ইতিহাসচর্চার পরিধি ; এই ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত গবেষকরা হলেন — টমাস কুন , সি ডি ড্যামপিয়ার , আই . গোল্ডস্টাইন , জে ডি বারনাল , প্রফুল্লচন্দ্র রায় , ডেডিভ আরনল্ড , এস জি ব্রাস , দ্বীপককুমার , আর্নস্ট মেয়র ।