উত্তর :- প্রোজেক্ট বা প্রকল্প হল একটি অনুসন্ধিৎসা যা
( ক ) শিক্ষার্থীর দ্বারা পরিচালিত হয় ।
( খ ) শিক্ষার্থী বিভিন্ন কৌশল , যেমন — বিশ্লেষণ , মন্তব্যকরণ , পরিকল্পনা ইত্যাদি গ্রহণ করে বা জ্ঞান , দক্ষতা এবং প্রতিন্যাসের ভিত্তিতে বিষয় অধ্যয়ন করে । প্রকল্পের উদ্দেশ্য অনুযায়ী রিপোর্ট লেখে বা নকশা তৈরি করে বা কিছু উৎপাদন করে বা কর্মসূচি পরিচালনা করে বা সমস্যাসমাধান করে । প্রকল্পের কাজ শিক্ষার্থীকে পরিকল্পনা , র্যবেক্ষণ , বিশ্লেষণ এবং সংশ্লেষণে সাহায্য করে । শিক্ষার্থীদের মধ্যে স্বয়ং শিখনে প্রেরণা সত্ত্বার করে । জীবনে অভিজ্ঞতা সঞ্চয়ে সাহায্য করে । সমস্যাসমাধানে সক্ষম করে তোলে।