উত্তর » পরিবেশের তাপমাত্রা যাই হোক না কেন , কোনো কোনো প্রাণী ( স্তন্যপায়ী প্রাণী ও পাখি ) তার শরীরের তাপমাত্রা একটা নির্দিষ্ট পাল্লার মধ্যে বজায় রাখার চেষ্টা করে । একেই প্রাণীর তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা বলে । যেমন , মানুষ খুব শীতে কাঁপে , ফলে তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং খুব গরমে ঘামে , যার বাষ্পায়নের দরুন শরীরের তাপমাত্রা কমে । পাখিরা শীতকালে পালক ফুলিয়ে তার মধ্যে বায়ুস্তর জমা করে রাখে , ফলে শরীরের তাপমাত্রা বজায় থাকে ।