উত্তর : – মানুষের জীবনযাত্রা প্রণালী জটিল হতে থাকায় এই জটিল জীবনযাত্রার সঙ্গে অভিযোজন করার জন্য বয়স্কদের দ্বারা পরিচালিত অপ্রথাগত শিক্ষা যথেষ্ট নয় । এর জন্য প্রয়োজন হল বিশেষ একদল অভিজ্ঞ ব্যক্তি , যারা নির্দিষ্ট স্থানে শিশুদেরকে নিয়ে এসে শিশুদের অভিযোজনের পথ বা কৌশলগুলি শিশুদেরকে অবহিত করাবেন এবং তা অনুশীলনের জন্য উৎসাহদান করবেন । এইভাবে দেখা গেল শিক্ষার জন্য প্রয়োজন হল নির্দিষ্ট ব্যক্তিসকল , নির্দিষ্ট স্থান , শিক্ষার্থী এবং অভিযোজনের কৌশল সকল । এই ধরনের শিক্ষাকেই বলা হয় প্রথাগত শিক্ষা ।