. পেঙ্গুইন শীতপ্রধান দেশের প্রাণী হলেও কীভাবে পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে ?

উত্তর » পেঙ্গুইন বরফাবৃত অঞ্চলে থাকে । শীতকালে তারা শরীরের পুরু পালকের আবরণ ফুলিয়ে রাখে এবং তার মধ্যে বায়ুস্তর জমা হয়ে থাকে । ফলে তাদের শরীরের উত্তাপ সহজে বেরিয়ে যেতে পারে না । এ ছাড়াও তারা একসঙ্গে দলবদ্ধ হয়ে একে অপরের সঙ্গে জড়াজড়ি করে পরস্পরের শরীরের তাপকে কাজে লাগিয়ে ঠান্ডা থেকে রক্ষা পায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page