উত্তর :- পাঠক্রম শব্দটির উৎপত্তি লাতিন শব্দ Cureere থেকে । এর অর্থ হল দৌড় । সুতরাং পাঠক্রম ( Curriculum ) শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছোনোর জন্য দৌড়ের নির্দিষ্ট পথ । শিক্ষাক্ষেত্রে সাধারণভাবে এর নির্ধারিত পথ । অর্থ হল লেখাপড়া ও কাজকর্মের জন্য নির্ধারত পথ।