নেতৃত্বের কয়েকটি বৈশিষ্ট্য লিখুন

উত্তর : নেতৃত্বের বৈশিষ্ট্য হল–

( 1 ) ব্যক্তিগত গুণ : নেতৃত্বকারীর ব্যক্তিগত গুণাবলি থাকতে হবে , যেমন — শিক্ষাগত যোগ্যতা , প্রগতিশীল চিন্তাভাবনা , ব্যক্তিত্ব , দক্ষতার সঙ্গে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ।

( 2 ) নিরপেক্ষ সম্পর্ক : যিনি নেতৃত্ব দেবেন তিনি কারও প্রতি পক্ষপাতিত্ব করবেন না , তিনি তাঁর সব অনুগামীদের প্রতি সমানভাবে নজর দেবেন ।

( 3 ) আচরণবিধি : নেতৃত্বের নির্দিষ্ট আচরণবিধি থাকবে । নেতৃত্ব ও অনুগামীগণ প্রত্যেকেই সেই আচরণবিধি মেনে চলার চেষ্টা করবেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page