নৃত্যশিল্পের ইতিহাসের কয়েকটি দিক চিহ্নিত করো ।

প্রশ্ন : নৃত্যশিল্পের ইতিহাসের কয়েকটি দিক চিহ্নিত করো ।

উত্তর : নৃত্যকলাচর্চার উদ্ভব , বিবর্তন ও তার প্রভাব সংক্রান্ত ইতিহাসচর্চা নৃত্যশিল্পের ইতিহাস নামে পরিচিত । এর কয়েকটি দিক হল—

প্রথমত , ছন্দ বা গানের তালে তালে মানবশরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের সঞ্চালনই হল নৃত্য ।

দ্বিতীয়ত , শাস্ত্রীয় ও ধর্মীয় নৃত্যের পাশাপাশি ভাবাবেগ প্রকাশের জন্য বিভিন্ন ধরনের নৃত্য ( মার্কিন যুক্তরাষ্ট্রের হিপ – হপ নৃত্য , চিনের ইয়াংকো নৃত্য , ভারতের কত্থক , ফ্রান্স ও রাশিয়ার ব্যালে নৃত্য ) রয়েছে ।

তৃতীয়ত , এই ইতিহাসচর্চার সঙ্গে যারা যুক্ত তাঁরা হলেন — ক্যারল ওয়েলস , ফিলিপ বি জারিল্লি , জ্যাকব বুৰ্খাহার্ট , চার্লস রাসেল ডে তপতী গুহঠাকুরতা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page