উত্তর:- নির্মাণবাদী মনোবিদ পিয়াজেঁ মনে করেন শিশু তার পূর্ব অভিজ্ঞতার সাহায্যে জ্ঞান নির্মাণ করে । তাঁর মতে শিখন হল জ্ঞান নির্মাণের প্রক্রিয়া ( Learning is a process of Knowledge Construction Process ) । সমাজ – নির্মাণবাদী ভাইগটস্কি ( Vygotsky ) শিখনে সামাজিক দিকের উপর গুরুত্ব না দেওয়ায় পিয়াজেঁকে সমালোচনা করেন । তাঁর মতে শিশুর শিখনের ভিত্তি হল তার সমাজ – সংস্কৃতি , যেখানে সে একা থাকে না । সাংস্কৃতিক পরিবেশ শিশুর চিন্তাকে প্রভাবিত করে । তাই সমাজ নির্মাণবাদী ভাইগটস্কির শিখনের ধারণা হল — শিখন হল । জ্ঞান নির্মাণের সামাজিক প্রক্রিয়া ( Learning is a Social Process of Knowledge Construction ) ।