উত্তর :- ভারত সরকারের দূরদর্শন বিভাগ যেসব অনুষ্ঠান সম্প্রচার করে সেগুলি হল –
1 ) বিভিন্ন ধরনের খবর ও আবহাওয়া সম্পর্কিত বুলেটিন ,
( 2 ) বিভিন্ন সামাজিক বিষয়ে আলোচনাচক্র ,
( 3 ) নানান বিষয়ে বিশেষজ্ঞদের বক্তৃতা ,
( 4 ) কৃষি , শিল্প , বিজ্ঞান , প্রযুক্তিবিদ্যা , বাণিজ্য ও শিক্ষা বিষয়ে আলোচনা ,
( 5 ) বিভিন্ন ধরনের নাটক , অভিনয় , গান , সাংস্কৃতিক অনুষ্ঠান , সিনেমা প্রভৃতির সম্প্রচার ,
( 6 ) বিভিন্ন ধরনের শিক্ষাগত শিল্পকলার প্রদর্শনী ,
( 7 ) স্থুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান ,
( 8 ) নির্দিষ্ট স্তরের শিক্ষার্থীদের জন্য ইউ.জি.সি. , এন . সি . ই . আর . টি . প্রভৃতি প্রতিষ্ঠানের দ্বারা সঞ্চালিত বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান
( 9 ) মহিলাদের জন্য বিশেষ শিক্ষামূলক অনুষ্ঠান ,
( 10 ) বয়স্কদের জন্য বিশেষ শিক্ষামূলক অনুষ্ঠান ,
( 11 ) ছোটোদের জন্য কার্টুন ,
( 12 ) দূরশিক্ষার ছাত্রছাত্রীদের জন্য পরিচালিত অনুষ্ঠান ।