উত্তর : এই রিপোর্টে বলা হয়েছে , 98 শতাংশ ছেলেমেয়ে দুরদর্শনের অনুষ্ঠান দেখার জন্য খেলাধুলোর প্রতি অনাসক্ত হয়েছে । শুধু তাই নয় , বাবা – মায়ের সঙ্গে বচসা , দ্বন্দ্ব এবং মুখে মুখে তর্ক করায় অভ্যস্ত হয়েছে । পিতামাতার বাধ্য সন্তানের সংখ্যা দিনে দিনে কমছে ।