উত্তর : নির্দিষ্ট লক্ষ্য অর্জনে যখন কোনো ব্যক্তি একদল ব্যক্তিকে ( যাকে Team বলে ) নির্দেশদান এবং পরিচালনা করে তাকে দলনেতা ( Team Leader ) বলে এবং তার কার্যাবলিকে দল নেতৃত্ব বলা হয় । একজন কার্যকরী দলনেতা দলের সদস্যদের ক্ষমতা দুর্বলতা এবং প্রেষণা সম্পর্কে অবহিত থাকেন ।