উত্তর » আমার চারদিকে জীবজগতের ওপর তাপের প্রভাবের কয়েকটি ঘটনা এখানে আলোচনা করা
হল — (1) বাবলা , আমরুল , শুশনি , রাধাচূড়ার মতো কিছু গাছের পাতা দিনের বেলায় একটি নির্দিষ্ট উন্নতায় খোলে এবং রাতে আবার মুড়ে যায় । (2) ভোরবেলা সূর্যোদয়ের সময় একটি নির্দিষ্ট উন্নতায় পদ্ম ও গোলাপের পাপড়ি খোলে । (3) ফুলকপি , বাঁধাকপি , মুলো , পালং প্রভৃতি ঠান্ডা আবহাওয়ায় জন্মায় । (4) চন্দ্রমল্লিকা , ডালিয়া , সূর্যমুখী প্রভৃতি ফুল শীতকালে ঠান্ডা পরিবেশে ফোটে । (5) ব্যাং , শামুক , ঝিনুক প্রভৃতি প্রাণীরা শীতের সময় ঠান্ডা থেকে বাঁচার জন্য মাটির গর্তে ঢুকে বসে থাকে । (6) গ্রীষ্মকালে কুকুররা দেহের তাপমাত্রা কমানোর জন্য জিভ বের করে হাঁপাতে থাকে । (6) মানুষ একটু জোরে হাঁটাহাঁটি করলে , দেহের তাপমাত্রা বেড়ে যায় । ফলে দেহ থেকে ঘাম বের হয় এবং দেহ ঠান্ডা হয় ।