২১। ওজোন স্তর রয়েছে বায়ুমণ্ডলের —
👉 স্ট্র্যাটোস্ফিয়ারে।
২২। প্রথম বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় —
👉 1992 সালে।
২৩। “সমাজ বিচ্ছিন্ন ব্যক্তির অস্তিত্ব কল্পনাই করা যায় না।” –
👉 রেমন্ট।
২৪। “মানুষের শ্বাসপ্রশ্বাস মানুষের কাছেই সর্বনাশা।” উক্তিটি—
👉 স্যার পার্সিনান।
২৫। “চরিত্রকে বলিষ্ঠ ও কর্মঠ করাই শিক্ষার লক্ষ্য।” উক্তিটি—
👉 রবীন্দ্রনাথ।
২৬। “চরিত্র গঠনই শিক্ষার চরম আদর্শ।”উক্তিটি –
👉 হার্বাট’।
২৭। “প্রকৃতির স্রষ্টার হাত থেকে যা কিছু আসে তা সবই সৎ ও মঙ্গলময়।” উক্তিটি —
👉 রুশো।
২৮। “প্রতিটি মহৎ শিল্পকলার একটি কল্যাণমুখী লক্ষ্য থাকে।” উক্তিটি –
👉 অ্যারিস্টটল।
২৯। থাস্টোনের দলগত উপাদান তত্ত্বে ‘S’ উপাদানটি হল—
👉 স্থান প্রত্যক্ষণের ক্ষমতা।
৩০। স্পিয়ারম্যান মানসিক ক্ষমতা সম্পর্কে তত্ত্ব আবিষ্কার করেন—
👉 1904 সালে।
৩১। থাস্টোনের মতে প্রাথমিক উপাদান হল—
👉 7 টি।
৩২। বুদ্ধির গঠন সংক্রান্ত তত্ত্বের প্রবক্তা হলেন—
👉 গিলফোর্ড।
৩৩। পায়রা ও ইঁদুরের ওপর গবেষণা করেছেন—
👉 স্কিনার।
৩৪। প্যাভলভের তত্ত্বটিকে বলা হয়—
👉 Туре – 1 শিখন।
৩৫। “Mentality of Apes” বইটি প্রকাশিত হয়-
👉 1925 সালে।
৩৬। স্কিনারের তত্তটি হল—
👉 অপারেন্ট অনুবর্তন।
৩৭। কোঠারী কমিশন গঠিত হয় —
👉 ১৯৬৪-৬৬ সালে।
৩৮। উচ্চতর মাধ্যমিকের সময়সীমা—
👉 দুই বছর।
৩৯। শিক্ষাকে মনোজগতের আলোর উৎসের কেন্দ্রবিন্দু বলা হয়েছে—
👉 বেদে।
৪০। “জ্ঞানের মতো এত পবিত্র অন্য কিছু বস্তু পৃথিবীতে নেই।” —
👉 গীতা।