গ্রীষ্মকালে কুকুর জিভ বের করে লালা নিঃসরণ করে কেন ?

উত্তর » গ্রীষ্মকালে কুকুরের দেহের অতিরিক্ত জলীয় পদার্থ ( ঘাম ) তার জিভে অবস্থিত ঘামগ্রন্থি থেকে পরিবেশে নির্গত হয় । এই অতিরিক্ত জল ( ঘাম ) পরিবেশে ভূত হয় এবং তার জন্য প্রয়োজনীয় লীন তাপ কুকুরের জিভ থেকে সংগ্রহ করে । ফলে কুকুরের দেহ পরিবেশে তাপ বর্জন করে নিজের উন্নতা কমায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page