গান্ধিজির জীবনদর্শন কী ছিল ?

উত্তর :- গান্ধিজি ঐশ্বরিক শক্তিতে বিশ্বাসী ছিলেন । তিনি মনে করতেন প্রত্যেক মানুষ একই ব্রহ্মের অংশ । তাঁর মতে জীবনের উদ্দেশ্য হল সেই স্রষ্টা পরম ব্রষ্মকে উপলব্ধি করা । তিনি বলেছেন , আত্মোপলব্ধি হল ভগবানকে উপলব্ধি করার একমাত্র উপায় । তিনি তাঁর এই সকল চিন্তাধারা ও বিশ্বাসকে জীবনের সকলক্ষেত্রে প্রয়োগ করেছিলেন । তিনি মনে করতেন ঈশ্বরকে উপলব্ধি করার জন্য তিনটি গুণ থাকা প্রয়োজন — সত্যাচরণ , প্রেম ও অহিংসা । তিনি মনে করতেন অহিংসা ও প্রেমের বন্ধনে সমগ্র মানুষকে আবদ্ধ করতে পারলে ঈশ্বরকে উপলব্ধি করা সম্ভব হবে । এটি ছিল তাঁর জীবনদর্শনের মূলকথা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page