গণতান্ত্রিক শিক্ষাব্যস্থায় সামাজিক লক্ষ্যগুলি কী

উত্তর :- গণতান্ত্রিক শিক্ষার নৈতিক লক্ষ্য হল— ধৈর্য , শৃঙ্খলা এবং সহযোগিতার মনোভাব গড়ে তোলা এবং সর্বোপরি চারিত্রিক বিকাশ ঘটানো ।
গণতান্ত্রিক শিক্ষাব্যবস্থার সামাজিক লক্ষ্য হল–

( 1 ) সকলের সঙ্গে মিলেমিশে বেঁচে থাকা এবং সকলের সঙ্গে সদ্ভাব গড়ে তোলা ।

( 2 ) সামাজিক ন্যায়ের প্রতি আস্থা ।

( 3 ) দেশপ্রেমের বিকাশ ।

( 4 ) আন্তর্জাতিকতার মানসিকতার বিকাশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page