উত্তর : গণতান্ত্রিক নেতৃত্বের কয়েকটি সুবিধাগুলি হল —
( i ) এই নেতৃত্ব সংগঠনের মধ্যে গতিশীলতা আনতে সক্ষম হন ।
( ii ) এই নেতৃত্বের প্রভাবে অনুসরণকারীদের মধ্যে নৈতিকতাবোধ জাগ্রত হয় ।
( iii ) অনুসরণকারীরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন কাজে অংশগ্রহণ করে ।
( iv ) এই নেতৃত্বের মাধ্যমে ভবিষ্যৎ নেতা তৈরি হয় ।