গণতন্ত্রের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করুন ।

উত্তর:- গণতন্ত্রের বৈশিষ্ট্য হল —
( 1 ) গণতন্ত্র ব্যক্তির মর্যাদাকে স্বীকৃতি দেয় ।

( 2 ) সকলের অধিকারকে নিশ্চিত করে ।

( 3 ) গণতন্ত্র রাজনৈতিক এবং সামাজিক স্বাধীনতাকে মর্যাদা দেয় ।

( 4 ) গণতন্ত্রে ব্যক্তির অধিকার ও দায়িত্বকে স্বীকৃতি দেয় ।

( 5 ) গণতন্ত্র তিনটি মূল্যবোধের উপর গুরুত্ব দেয় । এই তিনটি মূল্যবোধ হল স্বাধীনতা , সমতা এবং ভ্রাতৃত্ববোধ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page