ক্রিকেট খেলার প্রাথমিক পর্বের কয়েকটি দিক উল্লেখ করো ।

প্রশ্ন : ক্রিকেট খেলার প্রাথমিক পর্বের কয়েকটি দিক উল্লেখ করো ।

উত্তর : ক্রিকেট খেলার গোড়ার দিকের কয়েকটি বিষয় হল—

প্রথমত , নির্দিষ্ট মাপের বল ও ব্যাট এবং ২২ গজের পিচ ও উইকেট ব্যবহৃত হত ।

দ্বিতীয়ত , খেলার মাঠের আকৃতি ডিম্বাকৃতি হলেও এর দৈর্ঘ্য বা আয়তনের কোনো নির্দিষ্ট মাপ ছিল না ।

তৃতীয়ত , প্রথমদিকে এই খেলার সময়সীমা নির্দিষ্ট না থাকলেও পরে তিনদিনের টেস্ট বা নির্দিষ্ট ওভারের একদিনের ম্যাচ শুরু হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page