উত্তর:- কর্মকেন্দ্রিক পাঠক্রমের মূল কথা হল , শিক্ষণীয় বিষয়কে প্রত্যক্ষ কাজের সঙ্গে যুক্ত করা । অর্থাৎ শিশুর ব্যক্তিগত চাহিদা ও আগ্রহের উপর ভিত্তি করেই অবিচ্ছিন্ন কর্মপ্রবাহই হল কর্মকেন্দ্রিক পাঠক্রমের মূল বৈশিষ্ট্য । এই পাঠক্রমে ব্যক্তিগত সক্রিয়তার উপরই অধিক গুরুত্ব দেওয়া হয় ।