উত্তর : ঔপনিবেশিক শোষন ব্যবস্থাকে স্থায়ী করতে গেলে প্রয়োজন ছিল—
(ক) মধ্যযুগীয় সংস্কৃতি ও কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া ।
(খ) অগণিত জনগণকে অশিক্ষিত রেখে তাদের প্রতিবাদের ভাষা কেড়ে নেওয়া ।
(গ) ‘শিক্ষার অধিকার’ থেকে বঞ্চিত করা । স্বাভাবিকভাবেই সর্বজনীন প্রাথমিক শিক্ষার অভাব, নারীশিক্ষার অভাব, নিরক্ষরতার ব্যাপক বৃদ্ধি —এ সবই ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থার বৈশিষ্ট্য ।