উত্তর : এর মধ্যে উল্লেখযোগ্য হল —
(1) প্রাথমিক থেকে উচ্চতম স্তর পর্যন্ত শিক্ষার ব্যবস্থা , জাতি , ধর্ম , বর্ণ নির্বিশেষে সকলের শিক্ষায় প্রবেশাধিকার ।
(2) নারীশিক্ষা , শিক্ষক – শিক্ষণ , বৃত্তি এবং কারিগরি শিক্ষা ।
(3) মেধা – বৃত্তি ।
(4) সুগঠিত শিক্ষা বিভাগ এবং পরিবর্তন ব্যবস্থা ।
(5) জনসাধারণের মধ্যে একটি অংশকে শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা ।