উত্তর :- এই ধরনের শ্রেণি ব্যবস্থাপনায় শিক্ষক ও শিক্ষার্থী উভয়েরই শ্রেণির কাজে নিষ্ঠার অভাব থাকে । শিক্ষক এখানে দায়সারা গোছের কাজ করেন । গতানুগতিকভাবে পড়ান । শিক্ষার্থীরা অনুধাবন করতে পেরেছে কিনা , কোথায় তাদের অসুবিধা এ ব্যাপারে উৎসাহ দেখান না । এর ফলে শিক্ষার্থীদের মধ্যে একটা গা – ছাড়া ভাব দেখা যায় ।