আচরণবাদীদের মত অনুযায়ী শিখনের ধারণাটি কী ?

উত্তর :- আচরণবাদীরা ব্যক্তির আচরণকেই মনস্তত্ত্বের মূল ভিত্তি বলে মনে করেন । তাই তাদের মতে , শিখন হল অভিজ্ঞতার ফলে আচরণের অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন ( Relatively permanent change is behaviour ) । শিখন সম্পর্কে তাদের ধারণাকে একটি মডেলে ব্যক্ত করা যায় ।

S – NM – R
যেখানে , S = ইন্দ্রিয়জাত অভিজ্ঞতা
( Sensory Experience )

NM = স্নায়ুর কার্যকলাপ ( Neuro
Mechanism )

R = আচরণের পরিবর্তন ( Change in
Behaviour ) ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page