অবশেষে 27 বছর পর অবসর নিতে চলেছে মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার

মাইক্রোসফ্ট 27 বছরের ইন্টারনেট এক্সপ্লোরার (IE) এর অবসর ঘোষণা করেছে, কারণ মাইক্রোসফ্ট এর প্রাচীনতম এই ব্রাউজারটি 15ই জুন থেকে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে । মাইক্রোসফ্ট 1995 সালে উইন্ডোজ 95 এর জন্য একটি অ্যাড-অন প্যাকেজ হিসাবে ইন্টারনেট এক্সপ্লোরারের প্রথম সংস্করণটি প্রকাশ করেছিল | ব্যাপকভাবে জনপ্রিয় এই ব্রাউজারটি নেটস্কেপ নেভিগেটর দ্বারা প্রভাবিত ওয়েব সার্ফিংয়ের পূর্ববর্তী যুগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page