অপ্রভ বস্তু কাকে বলে ? উদাহরণ দাও ।

উত্তর » যেসব বস্তুর নিজস্ব আলো নেই অর্থাৎ নিজেরা আলো নির্গত করে না , তাদের অপ্রভ বস্তু বলে ।
» উদাহরণ : ঘরবাড়ি , গাছপালা , চেয়ার , টেবিল ইত্যাদি । চাঁদ ও গ্রহগুলিও অপ্রভ । সূর্যের আলো প্রতিফলিত করে বলেই আমরা ওদের আলোকিত দেখি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page