অন্তর্ভুক্তিমূলক শিক্ষা || বৈশিষ্ট্য || অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থার সাফল্যলাভের জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা সম্পর্কে শিক্ষকের ভূমিকা

অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাকে বলে ? অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বৈশিষ্ট্য লিখুন । প্রথাগত বিদ্যালয়ে অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থার সাফল্যলাভের জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা সম্পর্কে শিক্ষকের ভূমিকা লিখুন ।

উত্তর :- ‘ অন্তর্ভূক্তি ‘ কথাটি শিক্ষার ক্ষেত্রে যে ধারণা দেয় তার নির্দিষ্ট সংজ্ঞা দেওয় কঠিন । Norwich ( 1999 ) অন্তর্ভুক্তি ( Inclusive ) কথাটির ব্যাখ্যা করেছেন কোনোভাবে শিশুদের মধ্যে কিছু প্রতিবন্ধকতা থাকে , অথচ অন্যান্য দিক থেকে তারা সং স্বাভাবিক শিক্ষার্থীদের মতোই , তাদের সামাজিক স্বীকৃতি দেওয়া ও তাদের ব্যক্তিগত চাহিল অনুসারে শিখনের সুযোগ দেওয়াই হল ‘ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ‘ । ‘
অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ‘ এমন একটি ব্যবস্থা যেখানে একটি গোষ্ঠীর ( Community ) সব শিশু একত্রে স্থানীয় স্কুলে পড়ার সুযোগ পায় , এমনকি সেই শিশুদের কেউ কেউ যদি মানসিক বা শারীরিক বা অন্য কারণে বিশেষ চাহিদা সম্পন্ন হয় ।

অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বৈশিষ্ট্য : 

(1) এই শিক্ষা বিদ্যালয়গুলির উন্নয়নের কথা বলে যাতে শিশুরা কার্যকরীভাবে শিক্ষালাভ করে ও অকৃতকার্য শিশুর সংখ্যা কমে যায় ।

(2 ) এখানে বিদ্যালয় ও শিক্ষকগণ মেনে নেন যে , প্রতিটি শিশুর ব্যক্তিসত্তা পৃথক কাজেই স্কুলকে সবার চাহিদা পূরণের জন্য নমনীয় হতে হবে ।

(3 ) শিক্ষকদের শিখতে হয় প্রতিটি শিশুর সমস্যার কীভাবে সমাধান করতে এগিয়ে আসতে হবে ।

( 4 ) প্রতিবন্ধী শিশুরা বিদ্যালয়ে তাদের প্রতিবেশী বন্ধুদের সঙ্গে পড়ার সুযোগ পায়

( 5 ) অভিভাবকগণ তাদের প্রতিবন্ধী শিশুদের পঠন – পাঠনের জন্য বিদ্যালয়ের সহযোগিতা লাভ করেন ।

( 6 ) এই শিক্ষাব্যবস্থা প্রতিটি শিশুর শিক্ষার অধিকারকে নিশ্চিত করেছে । প্রথাগত বিদ্যালয়ে অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থার সাফল্যলাভের জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থাগুলি হল–

 

( 1 ) সাধারণ শিক্ষাব্যবস্থায় শিক্ষণ দক্ষতাবৃদ্ধি :–

অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সার্থক রূপায়ণের জন্য সাধারণ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের প্রয়োজন হয় বিশেষ অভিজ্ঞতা ও দক্ষতাসম্পন্ন শিক্ষকগণ একাজে সাধারণ শিক্ষকদের সাহায্য করবেন । যেসব শিক্ষক প্রশিক্ষণপ্রাপ্ত নয় তাদের জন্য বছরে 5-10 দিনের শিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে ।

 

( 2 ) চাহিদাভিত্তিক নির্দেশনামূলক কৌশল অবলম্বন :–

সব শিশুর চাহিদা এক রকম তাদের প্রতিবন্ধকতাও এক ধরনের নয় । এদের অনেকে সর্বদা সাহায্য প্রত্যাশী আবার অনেকে সামান্য সাহায্য পেলেই এগিয়ে যেতে পারে । এইজন্য প্রয়োজনভিত্তিক সাহায্য ও শিক্ষাদান কৌশল অবলম্বন করতে হয় । প্রকৃত প্রয়োজন বুঝে শিক্ষাদান ও সাহায্য করা এই শিক্ষাব্যবস্থার সাফল্যের উপায় ।

 

( 3 ) বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের আদানপ্রদানঃ–

জেলা পুনর্বাসন কেন্দ্র , সমন্বিত শিশুবিকাশ প্রকল্পের কর্মী , স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র , বিশেষ স্কুল , ব্রেইল সংক্রান্ত সংস্থাগুলি প্রত্যেককে এই শিক্ষাব্যবস্থার সাফল্যের জন্য পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগের মাধ্যমে অগ্রসর হতে হবে ।

( 4 ) অভিভাবক ও সমাজের অন্যান্যদের অংশগ্রহণ :–

এই শিক্ষা কার্যক্রমে অভিভাবকদের অংশগ্রহণ একান্ত প্রয়োজন । এর ফলে অন্তর্ভুক্তির সংখ্যাও বৃদ্ধি পায় ও প্রতিবন্ধীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন ঘটে ।

 

( 5 ) বিশেষ চাহিদাসম্পন্ন ও সাধারণ শিশুর মধ্যে সুসম্পর্ক স্থাপন ও সহযোগিতামূলক শিখন : –
সাধারণ শিশুরাও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষালাভের ব্যাপারে পরস্পরকে সাহায্য করতে পারে ।

 

(6 ) নমনীয় পাঠক্রম এবং সহপাঠক্রমের ব্যবস্থা : —

যদিও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল উদ্দেশ্য হল সকলের জন্য যতদূর সম্ভব একই ধরনের শিক্ষা ব্যবস্থা করা । তবে কোনো কোনো ক্ষেত্রে বিশেষ পাঠক্রম ও সহপাঠক্রমের প্রয়োজন হয় । যেমন — ভাষা শিক্ষার জন্য শ্রবণ প্রতিবন্ধীদের বিশেষ পাঠক্রম প্রয়োজন হতে পারে । আবার ভূগোলে মানচিত্র অঙ্কন বা রেখাচিত্র অঙ্কনের জন্য দৃষ্টি প্রতিবন্ধীদের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা রাখতে হবে ।

 

( 7 ) Peer Tutoring- এর ব্যবস্থা করা : —

এক্ষেত্রে দুজন , তিনজন বা চারজন শিক্ষার্থী এক সঙ্গে কাজ করে । Peer Tutoring- এর ভিত্তি হচ্ছে শিক্ষার্থীদের পারস্পরিক সাহায্য ও মত আদানপ্রদানের মাধ্যমে শিক্ষা ।

 

অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থার জন্য আবশ্যিক পরিসেবা ও শিক্ষকের ভূমিকা : —

এই শিক্ষাব্যবস্থায় বিদ্যালয়গুলিতে যেসব আবশ্যিক পরিসেবাগুলির ব্যবস্থা রাখা প্রয়োজন হয় , সেগুলি হল—

( 1 ) প্রতিবন্ধী শিশুদের জন্য নির্দেশনার কৌশলের পরিকল্পনা করা ।

( 2 ) কী কী বিষয় শিক্ষাদান করা হবে তা নির্ধারণ করা ।

( 3 ) পাঠ্যক্রমিক ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমের উপস্থিতির হারের হিসাব রাখা ।

( 4 ) ক্লাসে শৃঙ্খলারক্ষার ব্যবস্থা করা ।

( 5 ) গৃহকাজ দেখে সংশোধন করে দেওয়া ।

( 6 ) মূল্যায়ন ব্যবস্থা পরিচালনা করা ।

( 7 ) শিশুদের মাধ্যমে শিশুদের শিক্ষার সুযোগ বৃদ্ধি করা ।

( 8 ) শিশুদের অগ্রগতি পরিমাপ করা ।

( 9 ) বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে প্রতিবন্ধী শিশুদের পাঠক্রম ও চাহিদা বিষয়ে আলোচনা করা ।

( 10 ) অভিভাবকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা । এই আবশ্যিক পরিসেবাগুলি ছাড়াও কতকগুলি সহায়ক পরিসেবা ( Support Service দেওয়ার প্রয়োজন হয় । এই পরিসেবা দিয়ে থাকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকগণ । এঁরা প্রতিবন্ধী শিশুদের পঠন – পাঠন দিকটি যেমন দেখেন তেমনি নানা সরঞ্জাম ব্যবহার করতে সাহায্য করেন যা শিশুদের শিখনের সহায়ক । তাঁরা শ্রেণির সাধারণ শিক্ষকদের পরামর্শ দেন ।

 

 

এই সহায়ক পরিসেবাগুলি হল—

( 1 ) প্রতিবন্ধী বা অন্যভাবে পিছিয়ে থাকা শিশুদের খুঁজে বের করা । কীভাবে প্রতিবন্ধীদের পড়াতে হবে সে বিষয়ে উপযুক্ত পরামর্শ দান ।

(2) কি কি বিষয় শিক্ষাদান করা হবে তা নির্ধারণ করা

(3 ) সাধারণ শ্রেণি – শিক্ষকদের প্রয়োজনমতো তাঁদের কাজে সাহায্য করা ।

(4) প্রতিবন্ধী শিশুদের পরীক্ষাগ্রহণের ব্যবস্থা করা ।

( 5 ) শিখন – সামগ্রীর ব্যবস্থা করা ।

( 6 ) শিখন সহায়ক উপকরণ ও যন্ত্রপাতির ব্যবস্থা করা ।

( 7 ) শ্রেণি – শিক্ষকদের মাধ্যমে শিশুদের অগ্রগতি লক্ষ করা । এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কিছু এককালীন সাহায্য করার দরকার হয় । হাসপাতাল , পুনর্বাসন কেন্দ্র বা NGO- গুলি এই ধরনের সাহায্য করে থাকে । তারা যেসব কাজ করে সেগুলি হল—

1 ) চিকিৎসা – সংক্রান্ত রিপোর্ট প্রদান করা ।

( 2 ) সামাজিক সাহায্যের বন্দোবস্ত করা ।

( 3 ) প্রতিবন্ধী – সংক্রান্ত শংসাপত্র প্রদান ।

( 4 ) অভিভাবকদের কাউন্সেলিং – এর ব্যবস্থা করা ।

Related posts:

WBTET Syllabus 2024
কারেন্ট অ্যাফেয়ার্স: 8ই সেপ্টেম্বর
'জ্ঞানচক্ষু' গল্পের নামকরণের সার্থকতা বিচার করো।
তপনের জীবনে তার ছোটো মাসির অবদান আলোচনা করো।
রেটোরিয়াল পাঠক্রম কাকে বলে ?
অনিয়ন্ত্রিত শিক্ষা কাকে বলে ? অনিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা লিখুন ।
Tranding : Google Doodle Today Pays Tribute to Ștefania Mărăcineanu, a Pioneer Woman of Radioactivit...
অস্বাভাবিক ডাইনোসর ডিমের সন্ধান মিলল মধ্য প্রদেশে, পাখির মতোই বৈশিষ্ট্য
পাকিস্তানে ভর্তুকি তুলে দিল সরকার! একলাফে পেট্রোলের দাম বাড়ল ২৪.০৩ টাকা! বাড়ল ডিজেলেরও দাম
Primary TET Scam: সিঙ্গল বেঞ্চের CBI তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতে রাজ্য
মনোজ-শাহবাজের দুরন্ত শতরানেও রনজি ফাইনালের স্বপ্ন কি অধরাই? বাংলার বিরুদ্ধে চালকের আসনে মধ্যপ্রদেশ
বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস 2022 15 ই জুন পালন করা হয়
ব্রাসেলসে প্রথমবারের মতো ভারত-EU নিরাপত্তা ও প্রতিরক্ষা আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ‘ StartUps For Railways ‘ পলিসি চালু করেছেন
অবশেষে 27 বছর পর অবসর নিতে চলেছে মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার
ইন্ডিয়ান ব্যাঙ্ক KCC ধারকদের জন্য ডিজিটাল পুনর্নবীকরণ প্রকল্প চালু করেছে
XPay.Life : ভারতে প্রথম ব্লকচেইন-সক্ষম UPI পরিষেবা প্রদানকারী
সরকার ‘রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল’ চালু করেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page