অন্তর্ভুক্তিকরণের কয়েকটি বৈশিষ্ট্য লিখুন ।

উত্তর : অন্তর্ভুক্তিকরণের কয়েকটি বৈশিষ্ট্য হল—

● এই শিক্ষাব্যবস্থায় সমস্ত ধরনের বঞ্চিত , সুবিধাভোগী এবং অসুবিধাভোগী , সব প্রকার লিঙ্কাবিশিষ্ট এবং প্রতিবন্ধী শিশুরা একইসঙ্গে বিদ্যালয়ের শিখনে অংশগ্রহণ করতে পারে ।

● এই ব্যবস্থা আক্ষরিক অর্থে শিক্ষার পৃথকৃত্তরণের বিপরীত ধারণা ।

● এই শিক্ষাব্যবস্থায় সমস্ত শিক্ষার্থীই প্রতিবেশী বিদ্যালয়ের সদস্য হতে পারে ।

● এই শিক্ষা বিদ্যালয়গুলির উন্নয়নের কথা বলে যাতে শিশুরা কার্যকারীভাবে শিক্ষালাভ করে ও অকৃতকার্য শিশুর সংখ্যা কমে যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page