“( খ ) গণমাধ্যম :
🔷 শিশুর বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সামাজিকীকরণের অন্যান্য সংস্থাগুলি কার্যকরী হয় । তবে মনে রাখা প্রয়ােজন , নতুন সংস্থা যুক্ত হলেও পুরােনাে সংস্থাগুলির গুরুত্ব বজায় থাকে ।
🔷 এই নতুন সংস্থাগুলির মধ্যে অন্যতম হল গণমাধ্যম । যেমন — টেলিভিশন , বেতার, চলচ্চিত্র , নাটক , সংগীত , পুস্তক , ম্যাগাজিন ইত্যাদি ।
🔷 সাধারণভাবে তিন বৎসর থেকেই গণমাধ্যমগুলি শিশুর সামাজিকীকরণে প্রভাব বিস্তার করতে শুরু করে ।
🔷 টেলিভিশনের কার্টুন , বাণিজ্যিক বিজ্ঞাপন এবং অ্যাডভঞ্চার শিশুর সামাজিকীকরণে প্রভাব বিস্তার করে ।”