প্রশ্ন : সামরিক ইতিহাস বলতে কী বোঝায় ?
উত্তর : প্রাচীনকাল থেকে সংঘর্ষের মাধ্যমে ইতিহাসের গতি বয়ে চলেছে । যুদ্ধের প্রেক্ষাপট , যুদ্ধাস্ত্রের বিবর্তন , সামরিক বাহিনীর প্রকৃতি ও সমরকুশলতা , যুদ্ধের প্রকৃতি ও প্রভাবকে তুলে ধরা হল সামরিক ইতিহাস । এই প্রসঙ্গে—
প্রথমত , পেলোপনেসীয় যুদ্ধ , রামায়ণ ও মহাভারতের যুদ্ধসহ প্রাচীনকাল থেকে বর্তমানের সাম্রাজ্যবাদী যুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও ঠান্ডা যুদ্ধের এই ইতিহাসচর্চায় স্থান পেয়েছে
দ্বিতীয়ত , এই ইতিহাসের গবেষকরা হলেন- শেলফোর্ড বিডওয়েল , জন টেরাইন , রিচাড কন , যদুনাথ সরকার , সুরেন্দ্রনাথ সেন , এ জে পি টেলর , বিবেকানন্দ মুখোপাধ্যায় , কৌশিক রায় ।