উত্তর : অন্য রাজ্য থেকে আগত বস্তি অঞ্চলবাসীরা স্বাভাবিকভাবেই ভিন্নভাষী । তাদের শিশুরা স্থানীয় বিদ্যালয়ে ভরতি হয় কারণ তাদের মাতৃভাষার মাধ্যমে বিদ্যালয়গুলি অনেক দূরে অবস্থিত সেখানে তাদের যাতায়াত সম্ভব হয় না । যার ফলে এই সব শিশুরা দীর্ঘসময় থাকার ফলে স্থানীয় ভাষা বুঝতে পারে কিন্তু লিখতে পারে না । অর্থাৎ মানসিকভাবে শিক্ষা ব্যাহত হয় ।