উত্তর :- যে শিক্ষাব্যবস্থায়—
( ক ) শিক্ষার কেন্দ্রে শিশু অবস্থান করে ;
( খ ) শিক্ষার্থী শিক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণগুলি স্বাধীনভাবে গ্রহণ করতে পারে
( গ ) বহুমুখী পরিবেশে অভিযোজনের ক্ষমতা লাভ করতে পারে ;
( ঘ ) শারীরিক , মানসিক , সামাজিক , প্রাক্ষোভিক , নৈতিক ও নান্দনিক গুণাবলি অর্জন করতে পারে ; —তাকে বলা হয় শিশুকেন্দ্রিক শিক্ষা ।