উত্তর :- শিক্ষাক্ষেত্রে চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ ভূমিকাগুলি নীচে সংক্ষেপে আলোচনা করা হল –
( 1 ) বাস্তবধর্মী তথ্য পরিবেশন : শিক্ষাধর্মী চলচ্চিত্র বাস্তব সমস্যার উপর ভিত্তি করেই নির্মিত হয় । শিক্ষার্থীরা এই ধরনের চলচ্চিত্র থেকে বিভিন্ন ধরনের বাস্তব ঘটনা সমস্যা ভালোভাবে বুঝতে পারে । জটিল তথ্যও চলচ্চিত্রের আঙ্গিকে অনেক সহজ হয়ে ধরা পড়ে ।
2 ) জ্ঞানবৃদ্ধিতে সহায়তা : চলচ্চিত্রের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর ইন্দ্রিয়গ্রাহ্যতা । বিভিন্ন জ্ঞান ও অভিজ্ঞতার সমন্বয়ে এটি প্রস্তুত হয় । চক্ষু এবং কর্ণ উভয় ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে শিক্ষার্থী যখন কোনো চলচ্চিত্র উপভোগ করে তখন সেই চলচ্চিত্রের বিভিন্ন উপাদান সহজেই তার জ্ঞানের পরিধিকে প্রসারিত করে । বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক চলচ্চিত্র শিক্ষার্থীর মধ্যে নতুন নতুন জ্ঞানের সঞ্চালন করে এবং তাকে কৌতূহলী করে তোলে ।